ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৩ রোগী

নিজস্ব প্রতিবেদক: মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩ জন। তবে এ সময়ে দেশে এ রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৯ জন ঢাকা মহানগরে এবং বাকি চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।

কেবল জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এপ্রিলের ১৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১০২ রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫২ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ৫০।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।