নিজস্ব প্রতিবেদক :‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে ওই কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের এসবিসি কনসালটেন্ট রাজওয়ান নবীন। কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। কর্মশালার শেষে অধিদপ্তরের মহাপরিচালক ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন।