Print Date & Time : 6 July 2025 Sunday 5:49 am

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৭৯

শেয়ার বিজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত অন্তত ১১ জন মারা গেছেন। একই সময়ে আরও অন্তত এক হাজার ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ৮৬ হাজার ৭৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৪৫৯ জন মারা গেছেন।

আগস্টে মারা গেছেন ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন, অক্টোবরে ১৩৮ জন এবং চলতি নভেম্বরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকায় ৫ জন, দক্ষিণ সিটি এলাকায় ৪ জন এবং খুলনা বিভাগে ২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।