Print Date & Time : 3 August 2025 Sunday 2:40 pm

ডেনমার্কে দ্বিতীয় ডেটা সেন্টার প্রতিষ্ঠা করবে অ্যাপল

 

 

শেয়ার বিজ ডেস্ক: ডেনমার্কে নতুন একটি ডেটা সেন্টারে ছয় বিলিয়ন ড্যানিশ ক্রোন বা ৯২১ মিলিয়ন ডলার ব্যয় করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এটি হবে দেশটিতে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পরিচালিত প্রতিষ্ঠানটির দ্বিতীয় ডেটা সেন্টার। সোমবার এক বিবৃতিতে অ্যাপল এ পরিকল্পনার কথা জানায়।

চলতি বছর জানুয়ারিতে ফেসবুকও ডেনমার্কে একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায়। এটি হবে যুক্তরাষ্ট্রের বাইরে সামাজিকমাধ্যমটির তৃতীয় ডেটা সেন্টার।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, জার্মান সীমান্তের কাছে দক্ষিণ ডেনমার্কের আবেনরাতে ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে এ ডেটা সেন্টারের কার্যক্রম শুরু হবে। এটি থেকে আইটিউনস স্টোর, অ্যাপ স্টোর, আইমেসেজ, ম্যাপস ও সিরিসহ ইউরোপজুড়ে অ্যাপলের অনলাইন সেবাগুলো সরবরাহ করা  হবে।