ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু 

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. ফজলুর রহমান খানের (এফআরখান) বিরুদ্ধে অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ২০২০ সালে অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগ অনুসন্ধানে প্রথমে দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে উপপরিচালক মোহাম্মদ ফয়সাল অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

সম্প্রতি বিদেশে অধ্যয়ন করতে গেছেন মোহাম্মদ ফয়সাল। তাই নতুন অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে উপপরিচালক অজয় কুমার সাহাকে নিয়োগ দিয়েছে দুদক। গত ২৭ জানুয়ারি এ-সংক্রান্ত দুদকের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিতর্কিত ব্যবসায়ী গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এফ আর খান।

দুদক সূত্রে জানা গেছে, এফ আর খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ জমা হয় দুদকে। কমিশন বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।