নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
গতকাল দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্তকরণের লক্ষ্যে রিভিউ-সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সভা শেষে তাজুল বলেন, ড্যাপ চূড়ান্ত করা হয়েছে। ড্যাপে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা কারও ওপর যদি অবিচার করা হয়েছে বলে মনে হয়, তবে সেসব সংশোধন করা হবে। কোনো পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না। ড্যাপ চূড়ান্ত হওয়ায় এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে ড্যাপের গেজেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, ঢাকায় বসবাসরত সব মানুষের জীবন-জীবিকার যতটুকু নিশ্চিত করা যায়, সে বিষয়ে দীর্ঘদিন আলোচনা করে আজকের সভায় ড্যাপ অনুমোদন দেয়া হয়েছে। আর আজকে যেসব প্রস্তাব এসেছে, তা সংশোধন করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
রিহ্যাবের আপত্তি নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামত নেয়া হয়েছে। তাদের যে চাহিদা বা মতামত যুক্তিসংগত হয়ে থাকে, সেটা শতভাগ নেয়া হয়েছে। যেটা নেয়া হয় না, সে বিষয়ে বসে নিজেদের মধ্যে ঐকমত্য আনার চেষ্টা করা হচ্ছে। ছয়তলার ওপর কোনো বিল্ডিং করতে দেয়া হবে না, এটা একেবারেই অমূলক। ৪০ তলা, ৫০ তলা, ১০০ তলা বিল্ডিং যদি কেউ করতে চায়, তাদের অভিনন্দন জানাই। তবে যেখানেই করা হবে, সেখানে সব ধরনের যোগাযোগ সুবিধা যদি থাকে, তাহলে অনুমোদন দেয়া হবে। যেখানে সব ধরনের সুযোগ নেই, সেখানে অনুমোদন দেয়া নৈতিক হবে না।’
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি নতুন করে যেসব আবাসিক এলাকা হবে, সেখানে প্রতিটিতে একটি করে প্রাথমিক বিদ্যালয় থাকবে। এ ধরনের সুবিধার কথা চিন্তা করছি। রিহ্যাবকে অভিনন্দন জানাই তাদের কাজকর্মের জন্য আমি ব্যক্তিগতভাবে স্বীকৃতি দিয়েছি। কারণ তারা আবাসন খাতে অনেক পরিবর্তন এনেছে এবং অবদান রাখছে। তবে যেসব স্থান এখনও অনুন্নত রয়েছে, সেখানে বিল্ডিং বানান। রাস্তা এখন নেই, ভবিষ্যতে হবে। ড্যাপের প্ল্যানের মধ্যে রাস্তাঘাট রয়েছে। সেসব এলাকায় বিল্ডিং বানাতে তিন-চার বছর লাগবে, আমরা এরই মধ্যে রাস্তা করে ফেলব।