ড্যাপ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে রিহ্যাবের বৈঠক

ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০১৬-৩৫ বিষয়ে প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেন রিহ্যাব নেতারা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে রিহ্যাব নেতারা অংশ নেন। বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শরীফ আলী খান ও ইঞ্জি. মোহাম্মদ সোহেল রানা, পরিচালক প্রকৌশলী মো. আল-আমিন, মাসুদ মনোয়ার, প্রকৌশলী রতন কুমার দত্ত, মো. কামরুল ইসলাম এবং প্রকৌশলী এনএম নূর কুতুবুল আলমসহ অন্য নেতারা অংশ নেন। বিজ্ঞপ্তি