Print Date & Time : 12 August 2025 Tuesday 4:15 pm

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২৪-২৫ নভেম্বর জব উৎসব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২৪ ও ২৫ নভেম্বর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিআইইউ জব উৎসব ২০২৩। দুদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ। গতকাল রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উপদেষ্টা ও ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন। বিজ্ঞপ্তি