Print Date & Time : 15 September 2025 Monday 7:17 am

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধীনে সৌরবিদ্যুৎ ও প্রশিক্ষণকেন্দ্র গতকাল উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে সৌরবিদ্যুৎ ও প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিজ্ঞপ্তি