Print Date & Time : 27 August 2025 Wednesday 10:57 am

ড্রিজলি বন্ধ করছে উবার

শেয়ার বিজ ডেস্ক: উবার তিন বছর আগে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার দিয়ে কেনা অ্যালকোহল ডেলিভারি পরিষেবা অ্যাপ ড্রিজলি বন্ধ করছে। খবর: সিবিএস নিউজ।

উবার এক বিবৃতিতে বলেছে, তাদের স্বতন্ত্র অনলাইন অ্যালকোহল মার্কেটপ্লেস ড্রিজলি ২০২৪ সালে মার্চে সব কার্যক্রম বন্ধ করে দেবে। এই পরিষেবাটি উবারের খাবার ডেলিভারি সেবা উবার ইটসের সঙ্গে একীভূত হওয়ার জন্য প্রস্তুত ছিল।

উবারের একজন প্রতিনিধি বলেছেন, এই অ্যালকোহল ডেলিভারি পরিষেবা বন্ধ হলে উবার তাদের গ্রাহকদের ওয়ান-স্টপ অভিজ্ঞতা দেয়ার ওপর মনোযোগ দিতে পারবে।

উবার ডেলিভারির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিয়েরে-দিমিত্রি গোর-কোটি এক বিবৃতিতে বলেন, উবার পরিবারের মধ্যে তিন বছর ড্রিজলি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার পর আমরা এই ব্যবসাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন গ্রাহকদের খাবার থেকে মুদি সামগ্রী থেকে শুরু করে অ্যালকোহল সবকিছু ডেলিভারির সুবিধা একটি অ্যাপ দিয়ে দেয়ার মাধ্যমে আমাদের উবার ইটসের মূল ব্যবসায়িক পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়নে মনোযোগ দেব। উবারের ড্রিজলি অ্যাপটি অধিগ্রহণের সময়

কভিড-১৯ মহামারি লকডাউনের কারণে অনলাইনে পণ্য অর্ডারের পরিমাণ বেড়ে গিয়েছিল।

ব্লুমবার্গ সেকেন্ড মিজারের একটি জরিপ অনুসারে, মহামারির ঝুঁকিপূর্ণ সময়ে খাবার ডেলিভারি পরিষেবা আগের বছরের তুলনায় ১৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গত বছরের ডিসেম্বরে আগের বছরের তুলনায় ডেলিভারি সুবিধা দেয়া অ্যাপগুলোর ব্যবহার আট শতাংশ বৃদ্ধি পেলেও মহামারির প্রকোপ কমার সঙ্গে সঙ্গে ডেলিভারি পরিষেবার সুবিধা নেয়া কমিয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন কোম্পানিটিকে তাদের প্রয়োজন নেই, এমন সংরক্ষিত গ্রাহক তথ্য ধ্বংস করার নির্দেশ দিয়েছে। কারণ তাদের গ্রাহকদের সংরক্ষিত তথ্য ২০২০ সালে হ্যাক হওয়ার ফলে সরাসরি ২ দশমিক ৫ মিলিয়ন বা ২৫ লাখ গ্রাহকের ওপর এর প্রভাব পড়ে।

সাধারণত মোবাইল অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে অর্থ আয় করে।  ড্রিজলি তার ব্যবহারকারীদের তথ্য বিক্রি করত কি না তা স্পষ্ট না হলেও ওই অ্যাপের প্রাইভেসি স্টেটমেন্ট বা গোপনীয়তা বিবৃতিতে উল্লেখ রয়েছে, বিজ্ঞাপন ও রিসার্চ ফার্মসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে এটি সংরক্ষিত গ্রাহকের তথ্য প্রদান করে।