শোবিজ ডেস্ক: রাজ শানদিলইয়া পরিচালিত সিনেমা ‘ডিম গার্ল’। ড্রিম গার্ল চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানাক। ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের সবার এখন প্রথম পছন্দ আয়ুষ্মান খুরানাকে। ৩৪ বছর বয়সী এ অভিনেতা এখন ব্যস্ত সময় পার করছেন সিনেমাটিতে। এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি এর পোস্টারে দেখা গেছে, হলুদ রঙা একটি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে স্কুটির ওপর বসে রয়েছেন। এছাড়া হাতে চুড়ি ও পায়ে স্যান্ডেল রয়েছে। এ সম্পর্কে পরিচালক বলেন, আমি যখন ড্রিম গার্ল-এর স্ক্রিপ্ট লেখা শেষ করি, তখন চরিত্রটির জন্য প্রথম মাথায় আসে আয়ুষ্মানের নাম। কারণ, তিনি এমন একজন অভিনেতাÑযিনি কোনো চরিত্র পর্দায় ভালোভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন। তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ভারুচাকে। এবারই প্রথম একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তারা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ সেপ্টেম্বর।
