পুঁজিবাজার নিয়ে আলোচনা

ঢাকায় আইওএসকোর এপিআরসির সভা শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা। ঢাকায় আইওএসকোর এপিআরসির দু’দিনব্যাপী এ সভা আগামী বুধবার শুরু হবে। সভায় পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এ সভা আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে বলে জানিয়েছে কমিশন। গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে সুপারভাইজরি পরিচালক সভা। শেষ হবে দুপুর ১২টায়। একই দিন দুপুর দেড়টায় শুরু হবে এনফোর্সমেন্ট পরিচালক সভা। শেষ হবে বিকাল ৪টায়। সভা দুটিতে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান ও আইওএসকো-এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হবে এপিআরসি পূর্ণাঙ্গ সভা। শেষ হবে বিকাল ৪টায়। এর মাধ্যমে দু’দিনব্যাপী সভার সমাপ্ত হবে।

সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া সভায় সারাবিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইওএসকোর সচিবালয় ও স্পেনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সভায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার-সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন, বিধিমালা, চলমান পরিস্থিতি, ঝুঁকি, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায়সহ পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এ সভা আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে। এতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি, সংশ্লিষ্ট আইনকানুনের সঙ্গে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া, বৈদেশিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিসহ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।