Print Date & Time : 28 August 2025 Thursday 12:43 am

ঢাকায় কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

শেয়ার বিজ ডেস্ক : রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শুক্রবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ। এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের জন্যই কাল আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস।

গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।