ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

শেয়ার বিজ ডেস্ক : প্রতিবছরের মতো এ বছরও জাতীয় মজসিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতের ইমাম হিসেবে থাকবেন মসজিদটির সিনিয়র পেশ ইমাম হাফেজ

মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। গত বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার প্রতি এক ঘণ্টা পরপর পরবর্তী জামাতগুলো অনুষ্ঠিত হবে। তবে পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে ৪৫ মিনিট পর। অর্থাৎ বায়তুল মোকাররমের শেষ জামাত শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রতিটি জামাতে থাকবেন পৃথক ইমাম ও মুকাব্বির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। আবার আবহাওয়া প্রতিক‚ল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভ‚ত হবে। এই জামাতে মহামান্য রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এই জামাত সবার জন্য উš§ুক্ত। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। এছাড়া মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছর ৩০ রোজা পূর্ণ হলে আগামী ২৩ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, আর ২৯ রোজা হলে ২২ এপ্রিল ঈদুল ফিতর।