Print Date & Time : 4 August 2025 Monday 9:36 pm

ঢাকায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শোবিজ ডেস্ক: ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব ‘সেলুলয়েডে ৭১’। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট ইভ্যালি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এটি। রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে সাত দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।  এসএস কমিউনিকেশনের পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় উৎসবে সহযোগী পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। এ উৎসবে মুক্তিযুদ্ধবিষয়ক পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ প্রসঙ্গে ই-কমার্স সাইট ইভ্যালি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, সামাজিক করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে ইভ্যালি এ উৎসবে যুক্ত হয়েছে। এছাড়া ১৬ ডিসেম্বর ইভ্যালি প্রতিষ্ঠা করা হয়। মহান বিজয় দিবসকে হƒদয়ে ধারণ করে ইভ্যালি ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার প্রথম বছরেই মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসবে পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত ইভ্যালি পরিবার।