Print Date & Time : 1 September 2025 Monday 12:53 pm

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টার থেকে মালিবাগ কাঁচাবাজারের ওপরে রেলপথটি শ্রমিকরা অবরোধ করেন। বেলা ২টা পর্যন্ত এই অবরোধ চলে। এর পর শাহজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় রেলওয়ে পুলিশ বলপ্রয়োগের মাধ্যমে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা সোয়া ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। এরপরই রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন শ্রমিকরা।