Print Date & Time : 15 August 2025 Friday 7:24 pm

ঢাকার হাইকমিশনে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপন

পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ঢাকায় দেশটির হাইকমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থানরত বিপুলসংখ্যক পাকিস্তানি নাগরিক অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবসটি উপলক্ষে পাকিস্তানের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বাণী চ্যান্সেরি প্রধান ও বাণিজ্যিক সচিব পাঠ করে  উপস্থিত অতিথিদের শুনান।

হাইকমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে দক্ষিণ এশিয়ার মুসলমানদের মুক্তি ও কল্যাণের জন্য পাকিস্তান আন্দোলনের নেতাদের ত্যাগের কথা স্মরণ করেন। তিনি স্যার সৈয়দ আহমেদ খান, কায়েদে-এ-আজম মুহাম্মদ  আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, স্যার সলিমুল্লাহ খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং একে ফজলুল হকসহ সব নেতাদের দর্শন এবং সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান। হাইকমিশনার কাশ্মীরিদের সংগ্রামের ব্যাপারেও আলোচনা করেন এবং কাশ্মীরিদের ন্যায়সংগত সংগ্রামের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার পাকিস্তানকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে দেশটির জাতির পিতা কায়েদ-এ-আজম মুহাম্মদ আলী জিন্নাহর দর্শনের কথা স্মরণ করিয়ে দেন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাকিস্তানিদের এ উপলক্ষে অভিবাদন জানান।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে হাইকমিশন পাকিস্তানের জাতির পিতা এবং পাকিস্তান আন্দোলনের অন্য নেতাদের দুর্লভ ছবি প্রদর্শনীর একটি অনুষ্ঠানের আয়োজন করেন। পাকিস্তান সম্প্রদায়ের সদস্যরা ও অন্যান্য উপস্থিত অতিথিরা ছবি প্রদর্শনীর অনুষ্ঠান উপভোগ করেন এবং অনুষ্ঠান আয়োজনের জন্য পাকিস্তান হাইকমিশনকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি