Print Date & Time : 7 September 2025 Sunday 5:50 pm

ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর

শেয়ার বিজ ডেস্ক: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৩তম জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটি এবং সংশ্লিষ্ট বৈঠক ১৫ ও ১৬ নভেম্বর হাইব্রিড ফরম্যাটে (সশরীর ও ভার্চুয়াল মাধ্যমে) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আইওআরএ’র সভাপতি হিসেবে নভেম্বরে দায়িত্ব নেবে। সভাপতি হিসেবে বাংলাদেশ ২০২১-২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময় শ্রীলঙ্কা সহসভাপতির দায়িত্ব নেবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে কোভিড-১৯-এর প্রভাব এবং এ থেকে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়ে একটি কৌশলগত আলোচনা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আইওআরএ হলো একটি আন্তসরকার সম্পর্কীয় সংস্থা। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৩তম জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটি এবং সংশ্লিষ্ট বৈঠক ১৫ ও ১৬ নভেম্বর হাইব্রিড ফরম্যাটে (সশরীর ও ভার্চুয়াল মাধ্যমে) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আইওআরএ’র সভাপতি হিসেবে নভেম্বরে দায়িত্ব নেবে। সভাপতি হিসেবে বাংলাদেশ ২০২১-২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময় শ্রীলঙ্কা সহসভাপতির দায়িত্ব নেবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে কোভিড-১৯-এর প্রভাব এবং এ থেকে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়ে একটি কৌশলগত আলোচনা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আইওআরএ হলো একটি আন্তসরকার সম্পর্কীয় সংস্থা। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।