শোবিজ ডেস্ক: ঢাকার মঞ্চ মাতাতে এবার হাজির হচ্ছেন ভারত ও বাংলাদেশের বেশকিছু জনপ্রিয় শিল্পী। এর মধ্যে ভারতীয় চ্যানেল জি বাংলার সা রে গা মা পা’র তারকা শিল্পী মাঈনুল আহসান নোবেল, অঙ্কিত তেওয়ারি ও তাসনিম আনিকা রয়েছেন। আগামী ১৯ জুলাই একটি জমকালো মিউজিক্যাল ইভেন্টের আয়োজনে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা গাইবেন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। সম্প্রতি এ আয়োজন নিয়ে এফডিসির ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, দুদেশের দুই বাংলার শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠান। আশা করি এটি সফলভাবে শেষ করতে পারব। আগামী ৫ জুলাই থেকে ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁসহ অনলাইনেও পাওয়া যাবে এ মিউজিক্যাল শো’র টিকিট। প্রসঙ্গত, ভারত থেকে প্রথমবারের মতো রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে গাইবেন ‘আশিকি টু’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি। এছাড়া তিনি বলিউডের বিভিন্ন ছবিতে তার গাওয়া গালিয়া, কাতরা কাতরা, তু হে কে নেহি, বুন্দ বুন্দ’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন।
