Print Date & Time : 9 July 2025 Wednesday 1:06 am

ঢাকায় ছেলের হাতে মা খুন

শেয়ার বিজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে মমতাজ বেগম নামে এক নারীকে ছুরি মেরে হত্যা করেছে তার ছেলে হাবিবুল্লাহ খান রাজন (২৫)। রোববার রাত ১০টার দিকে দক্ষিণখানের খলিল বক্স রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার এসআই মো. মফিজ জানান, রাতে রাজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার মা। পরে বাসার অন্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজকে মৃত বলে জানান।

তিনি আরো বলেন, নিহতের স্বজনরা জানান রাজন মানসিক প্রতিবন্ধী। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মমতাজের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।