Print Date & Time : 7 September 2025 Sunday 9:39 am

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান টেস্ট দল

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরু করবে মুশফিক-মুমিনুলরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট। বাংলাদেশের টেস্ট দল ঘোষণা না হলেও ইতোমধ্যে পাকিস্তানের ঘোষিত টেস্ট দল ঢাকায় পৌঁছে গেছে। রোববার রাতে এসে পৌঁছেছে সফরকারীরা। আগামীকাল মঙ্গলবার দুপুরে পাকিস্তান টেস্ট দল চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবে।

দুই টেস্টের সিরিজ খেলতে রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন আব্দুল্লাহ শফিক ও আবিদ আলীরা। বিমানবন্দর থেকে পরে সরাসরি হোটেলে চলে গেছেন। সেখান থেকে মঙ্গলবার দুপুর ২টা ৪৫ এর ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছাবেন তারা। আগামী ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ডিসেম্বর থেকে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নুমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।