নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরা থেকে আশুলিয়ার সড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
আজ বুধবার (৬ জুলাই) বেলা ১১টায় মহানগর পুলিশের এক বার্তায় এ অনুরোধ জানানো হয়। বার্তায় বলা হয়, ঢাকা-আশুলিয়া রোডে বৃষ্টির কারণে গাড়ির ধীরগতি এবং প্রচÐ যানজট সৃষ্টি হচ্ছে। ওই রাস্তা ব্যবহারকারীদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হলো।
ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তরা) সাইফুল হক জানান, ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া ও ধউর এলাকার মাঝামাঝি একটি পণ্যবোঝাই ট্রাক উল্টে যায়। সেটা সরাতে দীর্ঘ সময় লাগায় দুদিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তাছাড়া বৃষ্টির কারণে রাস্তার একটি অংশ দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। এতে দুদিকেই গাড়ির জট লেগে আছে। ঢাকা জেলা পুলিশের সঙ্গে আমরাও চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।
