প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দুটি নতুন এটিএম বুথ ঢাকা ইপিজেডে ও বিকেএসপি-সংলগ্ন ডিকা টেক্সের সম্প্রতি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ইপিজেড এটিএম বুথ উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। ওই আয়োজনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, ইভিপি মো. তারেক উদ্দিনসহ বেপজা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্যাংকের ডিএমডি ছামি করিম প্রধান অতিথি হিসেবে ডিকা টেক্স এটিএম বুথ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি
