ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রিহ্যাবের বৈঠক

সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্জ্য ও পয়োব্যবস্থাপনা এবং খালের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে সমন্বয়ের জন্য রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে বৈঠক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। গত বুধবার গুলশান উত্তর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি