Print Date & Time : 22 July 2025 Tuesday 9:50 pm

ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না বুধবার

নিজস্ব প্রতিবেদক : গ্যাস পাইপ লাইনে জরুরি সংস্কার কাজের জন্য আগামীকাল বুধবার (২২ মার্চ) ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠঅনটি জানায়, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এলাকাগুলো হলো- মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ানবাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা।

এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক সব গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

একইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের সাওঘাট এলাকা থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তার উভয়পাশে শিল্প, ক্যাপটিভ ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস।