Print Date & Time : 6 July 2025 Sunday 4:32 pm

ঢাকা কলেজে লাইব্রেরি চাই

উপমহাদেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। বর্তমানে এই কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হলো, এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের লাইব্রেরির জন্য মাত্র দুটি কক্ষ রাখা হয়েছে যেখানে ১২০-১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে, যা খুবই স্বল্প। এই দুটি কক্ষে সকাল ৮ থেকে ২টা পর্যন্ত পড়াশোনা করতে পারে। তারপর শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস বিভাগের রুমে পড়তে হয়। রিডিং রুমে পড়াশোনা করার জন্য প্রতিদিন অনেক ছাত্র আসে কিন্তু জায়গা স্বল্পতার কারণে লাইব্রেরিতে বসতে না পেরে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা খুবই দুঃখজনক বিষয়। এমন একটি লাইব্রেরি দরকার যেখানে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। তাই লাইব্রেরির সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সাকিবুল হাছান

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

ঢাকা কলেজ