Print Date & Time : 12 August 2025 Tuesday 6:57 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

শেয়ার বিজ ডেস্ক: টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে কেওঢালা এলাকা ছাড়িয়ে গেছে যানজট। চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে।

হানিফ বাসের চালক আবুল মিয়া বলেন, টানা বৃষ্টিতে যানজট বেড়েছে। শুনেছি, এই বৃষ্টির মধ্যে সামনে যানবাহন নষ্ট হয়ে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজট বিকল হয়ে পড়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।