ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে আজ রোববার ঢাকা ছেড়ে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ বেলা পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় আসেন ওয়াং ই। সন্ধ্যায় তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ঢাকা ছাড়ার আগে রোববার সকাল পৌনে ৮টায় প্রাতরাশে যোগ দেন ওয়াং ই। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারো বেইজিংয়ের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন আবদুল মোমেন। ওয়াং ইও আশ্বাস দেন সহযোগিতার।

বৈঠক শেষে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয় ৪টি চুক্তি এবং ১টি সমঝোতা স্মারক। শিক্ষার্থীদের চীনের পড়াশুনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, দু’রাষ্ট্রের সাংস্কৃতিক বিনিময়, দুর্যোগ প্রশমনে দেশটির কারিগরি ও আর্থিক সুবিধায় প্রকল্প, পিরোজপুরে চীনের তৈরি ৩ কিলোমিটার কচা সেতুর হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়।