ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রতিনিধি, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে যানজট ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এর কারনেই এ যানজটের সৃষ্টি হয়।

পরে গাড়িগুলো সরিয়ে নেয়া ও যানজট নিরসনে পুলিশ কাজ করে। পরে দুপুর থেকে যানজট স্বাভাবিক হয়েছে।