ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে ‘ক্যারিয়ার টক’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা সম্প্রতি আয়োজন করে ব্র্যাক ব্যাংক। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। আলোচনায় ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্স আখতার উদ্দিন মাহমুদ উজ্জ্বল ক্যারিয়ার গড়ার বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও টিপস শেয়ার করেন। ব্র্যাক ব্যাংকের ডিএমডি এম মাসুদ রানা অনুষ্ঠানে ‘ব্র্যাক ব্যাংক-অ্যান এমপ্লয়ার অব চয়েজ’ শীর্ষক একটি অধিবেশন পরিচালনা করেন। বিজ্ঞপ্তি