Print Date & Time : 5 July 2025 Saturday 9:25 pm

ঢাকা ব্যাংকের এমডিকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া ও ঋণ কেলেঙ্কারিসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে তাকে হাজির হতে গতকাল নোটিস পাঠানো হয়েছে বলে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন, অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় নোটিসটি পাঠিয়েছেন।

নোটিসে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারসহ অন্যান্য অপরাধের অভিযোগ আছে। ‘বিষয়টি অতীব জরুরি’ বলে উল্লেখ করে ঢাকা ব্যাংকের এমডিকে যথাসময়ে হাজির হতে বলা হয়েছে। আবুবকর সিদ্দিকের নেতৃত্বে অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে।