Print Date & Time : 5 September 2025 Friday 6:42 pm

ঢাকা মোটর শো-এ অংশগ্রহণ করছে পদ্মা ব্যাংক লিমিটেড

ঢাকা মোটর শো-এর ১৬ তম আসরে অংশগ্রহণ করছে পদ্মা ব্যাংক লিমিটেড। আগামী ১৬ থেকে ১৮ মার্চ পূর্বাচলে (কাঞ্চন ব্রিজের পাশে) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের হল “এ”-এর ২৫ নং স্টলে থাকবে পদ্মা ব্যাংকের অটো লোন স্টল। এই তিনদিন মেলা চলবে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

গাড়ি কিনতে আগ্রহী ক্রেতারা স্টলে এসে পদ্মা ব্যাংকের অটো লোন আবেদনের শর্ত, নিয়মাবলি এবং পদ্মা ব্যাংকের অটো লোন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিজ্ঞপ্তি