ঢাকা শহরকে মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে বসবাসরত সব শ্রেণির মানুষের জন্য শহরটিকে বাসযোগ্য ও টেকসই করে গড়ে তুলতে হবে।

তিন বলেন, নাগরিক অধিকারের ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগ নিয়ে রাজধানীকে দৃষ্টিনন্দন, নিরাপদ বাসযোগ্য ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে হবে।

তাজুল ইসলাম গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত ‘জনঘনত্ব, বাসযোগ্যতা ও টেকসই উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার হলো আমার গ্রাম, আমার শহর। এ কর্মসূচির আওতায় সড়ক যোগাযোগ, ইন্টারনেট-টেলিযোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যকেন্দ্র, সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে।

তিনি বলেন, উন্নত জীবনযাত্রার জন্য যে ব্যবস্থাপনা মানুষের প্রয়োজন, তার সবই রয়েছে আমার গ্রাম, আমার শহর কর্মসূচিতে। গ্রামগুলোয় শহরের সুবিধা নিশ্চিত হলে শহরমুখী মানুষের চাপ কমে আসবে।

মন্ত্রী বলেন, রাজধানীকে বাসযোগ্য করতে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়ন করেছে সরকার। ড্যাপের বাস্তবায়ন রাজধানীকে সুন্দর ও বাসযোগ্য করবে। এটি সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে ঢাকাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব হবে।

গোলটেবিল বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ইশরাত ইসলামও বক্তব্য দেন।

গোলটেবিল বৈঠকে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ফজলে রেজা সুমন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনিচুর রহমান মিয়া, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মো. মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।