ঢাকা শহরেই করোনা রোগী প্রায় আড়াই হাজার

নিজস্ব প্রতিবেদক: রোববার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ঢাকা শহরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৫ জন, যা দেশে মোট আক্রান্তের ৫২ দশমিত ০১ শতাংশ। এর মধ্যে ঢাকা শহরে ২৩ এপ্রিল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

রাজধানীর সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার মধ্যে রাজারবাগে ৯৯ জন, যাত্রাবাড়ীতে ৬৭ জন, লালবাগে ৫৯ জন, মোহাম্মদপুরে ৫৪ জন, বংশালে ৪৭ জন, মুগদায় ৪১ জন, মিটফোর্ডে ৩৮ জন, মহাখালীতে ৩৮ জন, তেজগাঁওয়ে ৩৭ জন, ওয়ারীতে ৩৫ জন, শাহবাগে ৩৪ জন, উত্তরায় ৩৩ জন, কাকরাইলে ৩৩ জন, চকবাজারে ৩২ জন, ধানমণ্ডিতে ৩১ জন, স্বামীবাগে ৩১ জন ও মিরপুরের টোলারবাগে ১৯ জন।

আর ঢাকা বিভাগে করোনা আক্রান্ত মোট রোগী এক হাজার ৫৬৮ জন। যাদের মধ্যে নারায়ণগঞ্জে ৬২৫ ও গাজীপুরে ৩০৮ জন। এছাড়া অন্যান্য বিভাগে করোনা শনাক্ত হয়েছে- চট্টগ্রামে ১৮৫ জন, সিলেটে ৭৯ জন, রংপুরে ৭৬ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ১৮১ জন, বরিশালে ১০২ জন, রাজশাহীতে ৩৭ জন।

এদিকে রোববার বেলা আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণের ৫০তম দিনে এসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। রোববার নতুন করে আরও ৪১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪১৬ জনে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে পৌঁছেছে।