Print Date & Time : 8 July 2025 Tuesday 8:52 am

ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু

শেয়ার বিজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা ২০১৭। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে তৃতীয়বারের মতো বইমেলাটির আয়োজন করছে। এবারের মেলায় অংশ নিচ্ছে দেশের খ্যাতনামা ২৩টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মো. আবদুস সালাম, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি মোস্তফা খায়ের, ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী ও সময় প্রকাশনের প্রকাশক ও স্বত্বাধিকারী ফরিদ আহমেদ।

উদ্বোধনকালে ঢাবি উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে নানা ভূমিকা রাখতে হয়। আজকের এই বই মেলা তেমন একটি আয়োজন। আমি মনে করি এই মেলার মূল লক্ষ্য শিক্ষক-শিক্ষার্থীদের কাছে নন-ফিকশন বইকে জনপ্রিয় করে তোলা।

তিনি আরও বলেন, একসময় শিক্ষার্থীদের সঙ্গী ছিল বই। বই ছিল সাংস্কৃতিক ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। এখন তথ্য-প্রযুক্তির প্রভাবে ছেলেমেয়েদের হাতে জায়গা করে নিয়েছে মোবাইল ফোন ট্যাব। আমাদের মূলে ফিরে যেতে হবে।

এ প্রয়াসের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতিসহ বিভিন্ন ধরনের নন-ফিকশন বইয়ের সঙ্গে পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের এ মেলা পরিদর্শন ও মূল্যছাড়ে বই কেনার আমন্ত্রণ। মেলায় বই কেনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে ফটো কনটেস্ট ও র‌্যাফল ড্র।

মেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো অনন্যা, অনুপম, অবসর, অ্যাডর্ন, আগামী, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, ঐতিহ্য, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, দিব্য প্রকাশ, নালন্দা প্রকাশনী, প্রথমা প্রকাশন, কাকলী প্রকাশনী, বাংলা একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্বসাহিত্য কেন্দ্র, উৎস প্রকাশনী, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলা ব্রাদার্স, সময়, সংহতি, সাহিত্য, মার্কেট পালস ও ডেইলি স্টার।