Print Date & Time : 12 September 2025 Friday 2:39 am

ঢাবির স্টাফ কোয়ার্টার থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঢামেক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারের টিনশেড ঘর থেকে সুখী আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন তার স্বামী। সুখী আক্তারের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়।

মৃতের স্বামী ঝন্টু মিয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির অফিস সহকারী হিসেবে কাজ করি। শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে থাকি। কিছুদিন আগে আমার একটি ছেলে মারা যায়। এর পর থেকে আমার স্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সকালে আমাকে ওষুধ কিনতে ফার্মেসিতে পাঠায়। পরে বাসায় ফিরে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে সে। পরে আমি আশপাশের লোকজনকে ডেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান আমার স্ত্রী বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছিলাম।