শোবিজ ডেস্ক: অভিনয় ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ১৯৯৯ সালের এ দিনে মুক্তি পেয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছিলেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনেরই এটি ছিল প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে সিনেমাটি খুব একটা সফল না হলেও আজ তিনি সবার দৃষ্টি আকর্ষণ করছেন।
সিনেমায় আসার প্রথম ১০ বছরের পরিশ্রম তাকে বানিয়েছে আজকের শাকিব খান। এখন ঢাকাই সিনেমায় একক রাজত্ব তার। সারা বছরই সেরা ব্যবসাসফল ছবির তালিকায় অধিকাংশ সিনেমা থাকে তার। ২০ বছর আগের সেই হ্যাংলা-পাতলা মাসুদ রানা নামের ছেলেটিই আজকের শাকিব খান। এ নামের বাইরে ঢালিউডের কিং খান ও বস নাম্বার ওয়ান নামে তাকে চেনেন ভক্তরা। ২০০০ সালে এ জে রানা পরিচালিত আজকের দাপট, প্রথম পূর্ণিমার বিপরীতে, আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার, প্রথম পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন সিনেমায় প্রথম মুনমুনের বিপরীতে অভিনয় করেন। ২০০১ সালে মুক্তি পায় শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু সিনেমাগুলো। এফ আই মানিক পরিচালিত স্বপ্নের বাসরে রিয়াজ ও শাবনূরের পাশাপাশি তার অভিনয় প্রশংসিত হয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন। ২০১৫ সালেও সভাপতি নির্বাচিত হন। টানা পাঁচ বছর শিল্পী সমিতির সভাপতি ছিলেন তিনি।
২০১৪ সালে এস কে ফিল্মসের ব্যানারে হিরো দ্য সুপারস্টার সিনেমাটি প্রযোজনা করেন শাকিব খান নিজেই। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেন অপু বিশ্বাস, ইয়ামিন হক ববি, ববিতা ও নূতন। এটি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল দশম স্থানে অবস্থান করে। এতে অভিনয়ের জন্য তিনি ২০১৫ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। সোহেল আরমান পরিচালিত ‘এইতো প্রেম’ তার অভিনীত প্রথম দেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন আফসানা আরা বিন্দু। এ সিনেমার জন্য তিনি ২০১৬ সালে মেরিল-প্রথম আলোর দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনীত হন। এছাড়া ২০১৬ সালের ঈদে মুক্তি পায় শাকিব অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারী’। এটি পরিচালনা করেন জাকির হোসেন সীমান্ত ও ভারতীয় জয়দেব মুখার্জি। এতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম জুটি বেঁধে বেশ সুনাম অর্জন করেন তিনি। এরপর কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেসের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন। ২০১৭ ও ২০১৮ এ দুবছর কলকাতার সিনেমা নিয়ে বেশি মনোযোগী হন। পরে দেশমুখী হন এ নায়ক।
এখন ২০১৯ সাল। এবারের ঈদেও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ছবি দর্শককে উপহার দিতে যাচ্ছেন তিনি। এস কে ফিল্মস থেকে ঈদে নতুন সিনেমা ‘পাসওয়ার্ড’। এটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এতে তার বিপরীতে বুবলী অভিনয় করছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন নায়ক ইমন।
১৯৭৯ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জ জেলায় তার জন্ম। বাবা আবদুর রব ছিলেন সরকারি চাকুরে ও মা নূরজাহান গৃহিণী। সুদর্শন এ নায়ক ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু এইচএসসি পড়ার সময়ই সিনেমার প্রতি ঝোঁক তৈরি হয়। অবশেষে তিনি সিনেমাতেই ঝুঁকলেন।

Print Date & Time : 5 August 2025 Tuesday 9:26 am
ঢালিউডে শাকিব খানের ২০
বিনোদন ♦ প্রকাশ: