Print Date & Time : 15 September 2025 Monday 2:28 am

তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করায় এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্তর্জাতিক নৌ-দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি যতই রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না।’ আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিচার-সংশ্লিষ্টদের বিচার করা হবে বলে তার আইনজীবীরা আদালত অবমাননা করেছেন। এটা কোর্ট দেখবে।’

এর আগে অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।