Print Date & Time : 4 August 2025 Monday 1:34 pm

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শন

গাজীপুরের চন্দ্রায় সম্প্রতি ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিদর্শনকালে দেশে প্রথমবারের মতো ওয়ালটন ডিজি-টেকের এসএসডি প্রোডাক্টের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের এমডি জিএসএম জাফরউল্লাহ্, এটুআইর প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, এমডি এসএম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক রাইসা সিগমা হিমা। বিজ্ঞপ্তি