তথ্য অধিকার আইনে মামলা করে ৪০ হাজার পাতার উত্তর পেলেন মামলাকারী

শেয়ার বিজ ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ধর্মেন্দ্র শুক্লা তথ্যের অধিকার আইনে মামলা করেছিলেন। ধর্মেন্দ্রর কথায়, কোভিড মহামারি চলাকালীন ওষুধ, মেডিক্যাল সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহের দরপত্র এবং বিল পরিশোধের বিষয়ে বিশদে জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে মামলা করেছিলাম আমি। খবর: এনডিটিভি।

যেহেতু তাকে এক মাসের মধ্যে তথ্য সরবরাহ করা হয়নি, তাই তিনি প্রথম আপিল কর্মকর্তা ড. শরদ গুপ্তের কাছে যান, যিনি আবেদনটি গ্রহণ করেন এবং নির্দেশ দেন তাকে বিনামূল্যে তথ্য দেওয়া হবে।

সত্যি তাই। উত্তর হিসাবে পেয়েছিলেন ৪০ হাজার পাতার তথ্য, যা বয়ে আনতে তাকে আস্ত একটি এসইউভি গাড়ি ভাড়া করতে হয়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ড. শরদ গুপ্তার কাছে আবেদন করার পরে জানানো হয়, বিনামূল্যেই তাকে যাবতীয় তথ্য দেওয়া হবে। নচেৎ প্রতি পাতার জন্য ২ টাকা করে দিতে হতো আবেদনকারীকে। চালকের আসন বাদে গোটা এসইউভি গাড়িটাই কাগজে ভোরে গিয়েছিলো বলে জানাচ্ছেন তিনি।

ডা. গুপ্তা বলেছেন, তিনি সিএমএইচওকে সেই কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যার কারণে সময়মতো তথ্য পৌঁছানো যাচ্ছে না, রাষ্ট্রীয় কোষাগারের ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ৪০ হাজার পাতার তথ্য ধর্মেন্দ্র শুক্লা কতদিনে পড়া শেষ করবেন এখন সেটাই বড় প্রশ্ন।