প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য কমিশন বাংলাদেশের নবনির্মিত তথ্য কমিশন ভবন উদ্বোধন করেছেন। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ১৩তলা এই ভবন উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন অনুষ্ঠানে তথ্য কমিশন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক, সাবেক তিন প্রধান তথ্য কমিশনার, দুই তথ্য কমিশনার, কমিশন সচিব জুবাইদা নাসরীনসহ আমন্ত্রিত অতিথিরা। ২০০৯ সালে তথ্য কমিশন গঠনের পর অস্থায়ী অফিসেই কমিশনের কার্যক্রম পরিচালিত হয়। ২০১০ সালে প্রধানমন্ত্রী তথ্য কমিশনের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেন এবং আগারগাঁও প্রশাসনিক এলাকায় ৩৫ শতক জমি বরাদ্দ দেন। ২০১৯ সালে ৭৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে তথ্য কমিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ শুরু হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 23 October 2025 Thursday 6:40 pm
তথ্য কমিশন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
করপোরেট কর্নার ♦ প্রকাশ: