তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে এনসিসি ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনোভেশন সেন্টারে সম্প্রতি আয়েজিত এক অনুষ্ঠানে কেক কেটে সম্মাননা প্রাপ্তি উদ্যাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, সহযোগী পার্টনার এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মসিউল ইসলাম মিশু, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ও এম আশেক রহমান, এসইভিপি মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
