Print Date & Time : 11 September 2025 Thursday 4:04 pm

তদন্তের মুখোমুখি ট্রাম্প ও তার দুই সন্তান

শেয়ার বিজ ডেস্ক: কর ফাঁকিসহ ব্যবসা সম্প্রসারণে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দুই সন্তানকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের তদন্তের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। আদালতের বিচারক আর্থার এনগোরন ট্রাম্পসহ বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে এসব জবাব দেয়ার ব্যাপারে এ নির্দেশ দেন। খবর: গার্ডিয়ান।

স্থানীয় সময় বৃহস্পতিবার এনগোরন দুই ঘণ্টার শুনানির পর ট্রাম্পের আইনজীবীদের দেয়া যুক্তি খণ্ডন শেষে বলেন, সাবেক প্রেসিডেন্টকে দেওয়ানি মামলায় জিজ্ঞাসাবাদ করা উচিত নয়, কারণ তথ্যটি তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলায় ব্যবহার করা যেতে পারে।

কর ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দেয়া হয়েছে বলে ট্রাম্প ও তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ বহুদিনের পুরোনো। বারবার সমন পাঠালেও আদালতে হাজির হননি তারা।

অভিযোগ রয়েছে, ট্রাম্পের পরিবার নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কাছ থেকে নথি, তথ্য ও সাক্ষ্যের দাবি বন্ধ করার চেষ্টা করছে।

আটলান্টিকে গাড়িবাহী জাহাজে আগুন: এদিকে আটলান্টিক মহাসাগরে একটি কার্গো জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় জাহাজটি বিলাসবহুল গাড়িতে পরিপূর্ণ ছিল। তবে ক্রুদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

পরে এটি ভাসতে ভাসতে আটলান্টিক মহাসাগরের মাঝে চলে যায়।

জানা গেছে, ৬৫৬ ফুট দৈর্ঘ্যরে গাড়িবহনকারী ‘দ্য ফেলিসিটি এইস’ নামের জাহাজটিতে বুধবার উত্তর আটলান্টিকে আগুন ধরে যায়। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি নিয়ে এটি জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের ডেভিসভিলে বন্দরে যাচ্ছিল।

আগুন ছড়িয়ে পড়ার সময় জাহাজটি পর্তুগালের আজোরেস থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। পর্তুগালের নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ঘটনার পর জাহাজটিতে থাকা ২২ ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে সেখান থেকে তাদের স্থানীয় একটি হোটেলে পাঠানো হয়। এ দুর্ঘটনায় ওই এলাকায় দূষণ ছড়িয়েছে কি না, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।