Print Date & Time : 11 September 2025 Thursday 11:48 am

তফসিলের কোনো পরিবর্তন মেনে নেব না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। তবে, এই তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচনে না আসার কথা বলে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছে বিএনপিসহ সমমনা কয়েকটি বিরোধী দল। দলটি নির্বাচনে আসার কথা জানালে নির্বাচনের তারিখ পেছানের কথা বলে আসছে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা। তবে, নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে তা মানা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চায়।’

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘প্রকাশ্যে যারা নির্বাচন বাধাগ্রস্ত করছে তাদের বিষয়ে দেশের সুশীল সমাজ এবং সভ্য রাষ্ট্রগুলো এখন নীরব কেন? বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র ও বিচারের ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।’ বিএনপির নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না।’

নির্বাচনে শরিক দলগুলোকে মনোনয়ন দেওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।’