জবি প্রতিনিধি: তরুণ প্রজন্মের সার্বিক দক্ষতা বিকাশের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “ফ্রিডম ফেলোস” বুটক্যাম্প। গত সোমবার ( ৭ নভেম্বর) কক্সবাজারের হোটেল
কল্লোলে শুরু হয়ে চারদিনব্যাপি এই বুটক্যাম্প আজ ( বৃহস্পতিবার) শেষ হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও প্রেনিউর ল্যাব এবং ফ্রেডরিখ নাউম্যান ফাউন্ডেশন, বাংলাদেশ (এফএনএফ) নিজদের অর্থায়নে এই বুটক্যাম্পের আয়োজন করে।
চারদিনব্যাপী এই বুটক্যাম্পে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়বস্তুর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে অংশগ্রহণকারীদের কন্টেন্ট তৈরি এবং গল্প বলার দক্ষতা, অর্থনৈতিক স্বাধীনতা, সহনশীলতা এবং ব্যক্তি স্বাধীনতা, মিথ্যা সংবাদ এবং সত্য নির্ণয়, ডিজিটাল অধিকার এবং অনলাইন গোপনীয়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন এফএনএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন,
বাংলা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সৈয়দ নাজমুল হোসেন, প্রেনিউর ল্যাবের সহপ্রতিষ্ঠাতা আরিফ নিজামী ও রাখশান্দা রুখাম, প্রেনিউর ল্যাবের হেড অফ অপারেশন্স ও এ্যাডমিন আশরাফুল তানভীর,
এফওনওফ বাংলাদেশের ওমর মোস্তাফিজ ও তানভীর আহসান।
বুটক্যাম্পের তৃতীয় দিনে একটি প্যানেল ডিসকাশন পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রিলিফ ইন্টারন্যাশনাল
কান্ট্রি এইচআর মাহমুদুল হাসান ও সিনিয়র এইচআর অফিসার রাকিবুল ইসলাম। এইদিন অংশগ্রহণকারীগণ তাদের বানানো ভিডিও কন্টেন্ট জমা দেন। অনুষ্ঠানের শেষদিন পাঁচটি ভিন্ন বিষয়বস্তু নিয়ে কন্টেন্ট তৈরির জন্য পাঁচজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে বুটক্যাম্পে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়।