প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। এখন ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলছে। এদিকে কেন্দ্রের বাইরে ভর্তিচ্ছুদের অপেক্ষায় রয়েছেন হাজারও অভিভাবক।
সোমবার (২৯ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর সামনে এমন চিত্র দেখা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের প্রায় ১৯ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছে। চার শিফটে মোট ৭৫ হাজার ৪০০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা শেষে শুরু হবে চতুর্থ শিফটের ভর্তি পরীক্ষা।
বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে দেখা যায়, ভর্তি হলে ঢুকে যাওয়ার পর থেকেই সেখানেই অবস্থান করছেন অনেক অভিভাবক। কেন এই উদ্বিগ্নতা জানতে চাইলে তারা জানিয়েছেন, ‘সন্তানরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকলেও তাদের চান্স পাওয়া নিয়ে অস্থিরতার কারণে অভিভাবকরা উদ্বিগ্ন। এছাড়া ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে টেনশন কাজ করে।’
সরেজমিনে দেখা যায়, মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সামনে এক গাছের ছায়ায় বসে আছেন এক মা। তিনি বলেন, ‘আমার মেয়ে ভাল শিক্ষার্থী। আমরা অনেকদূর থেকে রাজশাহীতে এসেছি। সে পরীক্ষার কেন্দ্রে, হয়তো তার পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমি মা হিসেবে তার জন্য দোয়া ছাড়া আর কি করতে পারি? শুধু আমার মেয়ে নয় সকলের জন্য দোয়া করি নলে জানান তিনি।
নেত্রকোনা থেকে আসা শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন, ‘আমি চাই আমার ছেলের মতো যারা পরিশ্রম করেছে সবাই চান্স পাক। প্রশাসনি ভবন অতিক্রম করতে না দেওয়ায় মেইন-গেইটের আশেপাশেই আমাদের অবস্থান করতে হচ্ছে।’ তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমন সুশৃঙ্খল ব্যবস্থাপনাকে সাধুবাদ জানান তিনি।
মাগুরা থেকে রাবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মেয়ে নিয়ে এসেছেন সুইটি আক্তার। তিনি বলেন, ‘ভোর ৪টায় ক্যাম্পাসে এসেছি। এদিকে ভালো কোনো হোটেলও পাইনি। মেয়ে পরীক্ষার কেন্দ্রে চলে গেছে। খুবই ক্লান্ত লাগছে তাই আমি খোলা মাঠে বসে আছি।’