তাইওয়ান ইস্যুতে চীনের পাশে রাশিয়া ও পাকিস্তান

শেয়ার বিজ ডেস্ক: তাইওয়ান ইস্যুতে ‘বন্ধু’ চীনের পাশে রয়েছে রাশিয়া ও পাকিস্তান। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর আঞ্চলিক নিরাপত্তা ভঙ্গ করছে বলে মনে করছে দেশ দুইটি। খবর: তাস ও ডন।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি পেসকভকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, চীনের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর এশিয়া অঞ্চলে যুদ্ধ উসকে দেবে কি? জবাবে পেসকভ বলেন, আমি এ শব্দটি (যুদ্ধ) উচ্চারণ করতে চাই না। তবে এই সফর ছিল পরিষ্কারভাবে উসকানিমূলক এবং কারোরই উচিত হবে না একে হালকাভাবে নেয়া।

এই সফরের পর করণীয় নির্ধারণ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ‘বিশেষ বৈঠক হবে’ বলে যে গুঞ্জন শুরু হয়েছে, তা উড়িয়ে দিয়েছেন পুতিনের মুখপাত্র। সাংবাদিকদের এ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত কোনো বিশেষ বৈঠকের জন্য রাশিয়া কিংবা চীন কোনো তরফ থেকে তৎপরতা নেই।

এদিকে ‘একচীন নীতি’র প্রতি ফের সমর্থন জানিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এটা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ব একটি জটিল সমস্যার সম্মুখীন হয়েছে। এতে খাদ্য ও জ্বালানির সরবরাহজনিত সমস্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আরও একটি সংঘাতের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি নেই বিশ্বের। পাকিস্তান বিশ্বাস করে পারস্পরিক সম্মানের ওপর দুই রাষ্ট্রের সম্পর্ক নির্ভর করে। একই সঙ্গে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কাম্য নয়।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফর করতে ১ আগস্ট ওয়াশিংটন ত্যাগ করেন ন্যান্সি পেলোসি। এই সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ

কোরিয়া, জাপান সফরের কথা ছিল। তবে তিনি ওয়াশিংটন ছাড়ার আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে চাউর হয়, চলতি সফরে তাইওয়ানেও যাবেন পেলোসি।