তাজমহলের আশপাশে নিষিদ্ধ বাণিজ্যিক কার্যক্রম

শেয়ার বিজ ডেস্ক: ভারতের আগ্রায় তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খবর: এনডিটিভি।

তাজমহলের আশপাশে দোকানপাট রাখা চলবে না। এই বিশ্বখ্যাত স্থাপত্যে গত সোমবার ভারতের সর্বোচ্চ আদালত এক রায়ে এ তথ্য জানান। আদালতের নির্দেশ যাতে ঠিকভাবে পালন করা হয়, তা দেখার দায়িত্ব আগ্রা উন্নয়ন পর্ষদকে দিয়েছেন শীর্ষ আদালত।

মামলায় বিচারপতি সঞ্জয় কিসান কল ও বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশÑতাজমহলের সীমানাপ্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যেসব বাণিজ্যিক কার্যক্রম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগ্রা উন্নয়ন পর্ষদকে। ভবিষ্যতে যাতে স্থাপত্যের আশপাশে এমন অবৈধ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান না গড়ে ওঠে, সেজন্যও কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

এর আগে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্য ঘিরে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠার অভিযোগে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়।

মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন,

সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করে তাজমহলের পশ্চিম প্রান্তের অনেকে অবৈধভাবে ব্যবসা করছেন। এসব কার্যক্রম যাতে বন্ধ হয়, তার আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা। তার পরিপ্রেক্ষিতে সোমবার ওই রায় দিয়েছেন শীর্ষ আদালত। এর আগে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্য ঘিরে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠার অভিযোগে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়।

প্রসঙ্গত, তাজমহল শুধু ভারত নয়, সারাবিশ্বের মধ্যেই পর্যটনের অন্যতম প্রধান একটি আকর্ষণ। আগ্রায় যমুনা নদীর তীরে অসামান্য সুন্দর এই সৌধটি তৈরি হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। মোগল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মৃতি ধরে রাখতে তাজমহল তৈরি করেছিলেন। ইট, লাল রঙের পাথর এবং সাদা মার্বেলের তৈরি এই সৌধটি জুড়ে সূক্ষ্ম কারুকার্য আর শিল্পকলা সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছে।