প্রতিনিধি, সিরাজগঞ্জ : জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের তাড়াশে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) তার দুই ভাই জমসের আলী (৫৫), তমছের আলী (৫০), তমছেরের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও তার ছেলে আব্দুল আলিম (৩০) ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।