Print Date & Time : 2 September 2025 Tuesday 1:19 pm

তাপমাত্রার পারদে নাকাল মানুষ

প্রতিনিধি, কুষ্টিয়া : তাপমাত্রার পারদে নাকাল হয়ে পড়েছে কুষ্টিয়ার মানুষ। বর্তমানে কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এমন তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে। জেলায় প্রায় এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এমন অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে যাওয়া মানুষ। জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে তারা। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৩ এপ্রিল থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

কুষ্টিয়া শহরের রিকশা চালক বুদু আলী বলেন, এ গরমে রোজা অবস্থায় রিকশা চালানো অনেক কঠিন হয়ে গেছে। রোদের কারণে অর্ধেক বেলা রিকশা চালিয়ে বাড়ি চলে আসি। বেলা বাড়লে রোদের তীব্রতা বেড়ে যাচ্ছে। রোদের মধ্যে রিকশা চালাতে শরীরে কুলাচ্ছে না।

সুলতানপুর গ্রামের রফিকুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। দিনের বেলায় রোদের মধ্যে ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে। পবিত্র রমজান মাসে এমন গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। প্রায় প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বৃষ্টির খুব প্রয়োজন হয়ে পড়েছে।

একই এলাকার চাষি আজাদুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে। ফসলের ক্ষতি হচ্ছে। বৃষ্টি না হাওয়া পর্যন্ত স্বস্তি নেই।

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার কুষ্টিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মঙ্গলবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে কুষ্টিয়ার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল থেকে জেলার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।